নিজস্ব প্রতিনিধিঃ
গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব গ্রেপ্তার
ময়মনসিংহ জেলার পাগলা থানায় রজুকৃত বিস্ফোরক দ্রব্যাদি আইন এবং হত্যাচেষ্টা সংক্রান্ত মামলার ০১ নং এফআইআর ভুক্ত আসামী গফরগাঁও উপজেলার ১১ নং লংগাইর ইউনিয়নের সাবেক ইউ.পি. চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন বিপ্লব (৫২)কে র্যাব-১৪
গ্রেফতার করার বিষয়ে নিশ্চিত করেছে।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঞ্চল্যকর অপরাধ দমনের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
ময়মনসিংহ জেলার পাগলা থানায় গত ০২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে রুজুকৃত মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, গত ১৩ জুলাই ২০২২ খ্রি. তারিখে পাগলা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু সাহেব ঈদ পরবর্তী পুনর্মিলনী আয়োজন করলে ঘটনাস্থলে তার কর্মী সমর্থক একত্রীত হয়। তখন ধৃত আসামী আব্দুল্লাহ আল আমিন বিপ্লব (৫২) এর নেতৃত্বে অন্যান্য আসামীগন বেআইনি জনতাবদ্ধে পরিণত হয়ে আক্তারুজ্জামান বাচ্চু সহ আরো অনেক কে মারাত্মক আহত করে।
অতঃপর গত ০২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে উক্ত ঘটনায় মনিরুজ্জামান মনির (৩৭) বাদী হয়ে ময়মনসিংহ জেলার পাগলা থানায় এজাহার দায়ের করিলে পাগলা থানার মামলা নং-০২, তারিখ ০২/১০/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩২৬/৩০৭/ ৪২৭/ ৩৭৯/৩৮০/ ৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০, তৎসহ 3A/6 The Explosive Substances Act, 1908 মামলাটি রুজু হয়। মামলা রুজু পরবর্তীতে প্রধান আসামী আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায়, র্যাবের একটি আভিযানিক দল ২২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ ২০.০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন গাঙ্গিনার পাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আব্দুল্লাহ আল আমিন বিপ্লব (৫২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামি পাগলা থানার মামলা নং ০২, তাং-২৭/০৯/২০২৩খ্রি, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/ ৩০৭/৪২৭/৩৭৯/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০, তৎসহ 3A/6 The Explosive Substances Act, 1908 মামলার এফআইআর ভুক্ত আসামি। উক্ত মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত আছে।
উক্ত গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।